কালিয়াচক

রাজ্যে দশম বি.এস.এফ-এর সন্তান

 

পিতা দেশ সেবায় নিয়োজিত। আর তারই সন্তান বিশাল মন্ডল পড়াশোনায় মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে দশম স্থান অধিকার করে উজ্জ্বল করল পিতার মুখ। তবে শুধু পিতা মাতার মুখ উজ্জ্বল করা নয়, সেই সঙ্গে তার এই সাফল্যে খুশি কালিয়াচক মজমপুর হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারাও।

    এই মাধ্যমিকে ৯৭ শতাংশ নম্বর পেয়েছে বিশাল মন্ডল। কালিয়াচক মজমপুর হাই স্কুল থেকে সে পড়াশোনা করে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। বাবা সন্তোষ কুমার মন্ডল বিএসএফে কর্মরত। মা অষ্টমী মন্ডল গৃহবধূ। বাড়ি মালদা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচকের গোলাপগঞ্জ এলাকায়। দিদি স্নেহা মন্ডল মেডিকেলের ছাত্রী। এদিন সে ক্যামেরার সামনে জানায়, ভবিষ্যতে সে ডাক্তারি নিয়ে পড়াশোনা করতে চায়।